ব্রাহ্মণবাড়িয়ায় ৭দিন ব্যাপী একুশের বই মেলার শুরু
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় গত শুক্রবার ৭ দিনব্যাপী একুশের বই মেলা উদ্বোধন করা হয়েছে। বিকেলে স্থানীয় ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত বই মেলা প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাদ ছাল্লালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আল-মামুন সরকার। বই মেলায় বিভিন্ন বইয়ের সমাহার নিয়ে ২৩টি স্টল স্থান পায়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।