শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বেলা একটায়।
মান বাঁচানোর লড়াইয়ের খেলতে পারছেন না দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় ওয়ানডেতে অশোভন আচরণের দায়ে তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে বিসিবি।
সাকিবের বদলে দলে এসেছেন অলরাউন্ডার নাঈম ইসলাম। মাশরাফি বিন মুর্তজাকে বিশ্রাম দেয়ায় ফিরেছেন শফিউল ইসলাম।
ঘাড়ের ব্যথা থেকে সেরে উঠতে না পারায় তৃতীয় ওয়ানডেতেও বাংলাদেশ দলে নেই তামিম ইকবাল।
সিরিজ জয় নিশ্চিত করে ফেলা শ্রীলঙ্কা দলে নেই তিলকরত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারা। চোটের কারণে দেশে ফিরে গেছেন দিলশান। ব্যক্তিগত কারণে দেশে গেছেন সাঙ্গাকারাও।
সামনে দুটো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এশিয়া কাপ। ১৬ মার্চ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই দুটো টুর্নামেন্টের আগে ম্যাচটা তাই বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার শেষ সুযোগ।
দুটি টি-টোয়েন্টিতে জিততে-জিততেও শেষ বলের লড়াইয়ে হেরে গেছে মুশফিকুর রহিমের দল। প্রথম ওয়ানডেতে ৬৭ রানে প্রতিপক্ষের ৮ উইকেট ফেলে দিয়েও জিততে পারেনি। দ্বিতীয় ওয়ানডে অবশ্য কুমার সাঙ্গাকারার দুর্দান্ত শতকের সুবাদে সহজেই জিতেছে অতিথিরা।
বাংলাদেশের টানা ব্যর্থতার অন্যতম কারণ বাজে ফিল্ডিং। প্রত্যেক ম্যাচেই একাধিক ক্যাচ ফেলেছেন ফিল্ডাররা। স্বাগতিকদের জন্য এটা বড় দুশ্চিন্তা।