পুলিশের বাধায় ভিপি শামীমের পক্ষে শোভাযাত্রা পন্ড
নির্বাচন কমিশনের ৫ম দফা তফসিল ঘোষণা হওয়ার পর পরই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক জেলা ছাত্রদলের আহবায়ক, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অনার্স বাস্তবায়নের সফল সাবেক ভিপি আবু শামীম মোঃ আরিফের সমর্থনে বৃহস্পতিবার বিকালে শহরে মটর সাইকেল শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের সকল নেতারা উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি কান্দিপাড়া থেকে বের হয়ে দক্ষিণ কালিবাড়ী মোড় যাওয়ার পর পুলিশি বাধার মুখে পড়ে। তারা শোভাযাত্রা নিয়ে আর এগুতে পারেননি। এরপর সেখানেই কর্মসূচি শেষ হয়ে যায়।