মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদা না দেওয়ায় পাইরেসির কবলে ‘গেম চেঞ্জার’

news-image

বিনোদন ডেস্ক : গেম চেঞ্জার’ মুক্তির আগে প্রযোজকের কাছে মোট অংকের চাঁদা দাবি করেছিল দুর্বৃ্ত্তরা। তাদের দাবি আদায় না হলে সিনেমাটি অনলাইনে ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হয়। নির্মাতা এস সংকর অভিযোগ করেছেন, চাঁদা না দেওয়ায় রাম চরণ ও কিয়ারা আদভানি অভিনীত সিনেমাটি এরই মধ্যে অনলাইনে ফাঁস করা হয়েছে। ‘হিন্দুস্তান টাইমস’ সূত্রে এ খবর জানা গেছে।

‘গেম চেঞ্জার’ সিনেমার একটি পাইরেটেড সংস্করণ অনলাইনে ফাঁস করার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে এরই মধ্যে ভারতীয় সাইবার ক্রাইমের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, দুর্বৃ্ত্তরা সিনেমাটি ফাঁস করার আগে প্রযোজকের কাছে চাঁদা আদায়ের করার চেষ্টা করেছিল।

এস সংকর নির্মিত ‘গেম চেঞ্জার’ সিনেমাটি গত ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে। সিনেমার সংশ্লিষ্টরা জানাচ্ছেন, মুক্তির দিনেই পাইরেসির কবলে পড়েছে এটি। তারা আরও জানান, সিনেমাটির একটি পাইরেটেড সংস্করণ অনলাইনে ফাঁস করেছে প্রায় ৪৫ জন ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দল।

‘গেম চেঞ্জার’ সিনেমার প্রযোজক সাইবার ক্রাইম সেলের কাছে অভিযোগ দায়ের করে ৪৫জন দুর্বৃত্তের বিরুদ্ধে প্রমাণ দিয়েছেন। অভিযোগে আরও বলা হয়েছে যে সিনেমাটি মুক্তির আগে প্রযোজক এবং সিনেমার টিমের কয়েকজন সদস্যকে সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছিল। যেখানে একই দুর্বৃ্ত্তরা প্রযোজকের কাছে অর্থ দাবি করেছিল এবং তাদের দাবি পূরণ না হলে পাইরেটেড সংস্করণ ফাঁস করার হুমকি দিয়েছিল।

সিনেমার প্রযোজক দাবি না মানলে মুক্তির দুইদিন আগে ছবির প্লট পয়েন্ট অনলাইনে শেয়ার করা হয়। অবশেষে সিনেমাটি মুক্তির দিনে, টেলিগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে একটি এইচডি পাইরেটেড প্রিন্ট ফাঁস হয়ে যায়। এই গ্রুপটি এককভাবে নাকি দলভুক্ত হয়ে এসব অপরাধ করেছে তা খুঁজে বের করার তদন্ত চলছে।

দক্ষিণী সিনেমার সুপারস্টার রাম চরণ ও কিয়ারা আদভানি অভিনীত ‘গেম চেঞ্জার’ সিনেমাটি ভারতীয় বক্স অফিসে এরই মধ্যে ঝড় তুলেছে।

‘গেম চেঞ্জার’ সিনেমায় রাম চরণকে দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। একটিতে তাকে মাথা গরম তরুণের চরিত্রে দেখা যাবে। তার এই চরিত্রটি দর্শককে মুগ্ধ করেছে। অন্যটি গ্রামের একজন রাজনীতিকের।

রাজনৈতিক গল্পনির্ভর ‘গেম চেঞ্জার’ সিনেমাটির বাজেট ছিল ৪৫০ কোটি রুপি। রাম চরণ, কিয়ারা ছাড়াও এতে অভিনয় করছেন জয়রাম, অঞ্জলি, সুনীল, নবীন চন্দ্র, শ্রীকান্ত প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

নবীনগরে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ওমরাহ পালনে যে ৫টি রোগের টিকা বাধ্যতামূলক করল সৌদি সরকার

বৈষম্য বিরোধী আন্দোলন : চোঁখের আলো হারিয়ে অন্ধকার দেখছে আজিজুলের পরিবার।

এস আলম পরিবারের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, সম্পদ জব্দের আদেশ

জুলাই হত্যা মামলা: রাজনৈতিক-ব্যক্তিগত দ্বন্দ্বে ফাঁসছেন অনেকেই

এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ

ভারত থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনছে বাংলাদেশ, খরচ ১১৩৭ কোটি

লস অ্যাঞ্জেলেসে ঝড়ো বাতাসের পূর্বাভাস, আরও ভয়ংকর হতে পারে দাবানল

বক আর বুনোহাঁস খাওয়া দুই ভ্লগারকে খুঁজছে বন বিভাগ

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি চলছে

রেমিট্যান্স পাঠানো দেশের তালিকায় যুক্তরাষ্ট্র এখন শীর্ষে