মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পড়ে পাওয়া সোনার রুলি যাত্রীকে ফেরত দিলেন নিরাপত্তাকর্মীরা

news-image

অনলাইন প্রতিবেদক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া দুটি সোনার রুলি যাত্রীকে ফিরিয়ে দিয়েছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে এভসেক সদস্য টহলকালীন সময়ে আগমনী টার্মিনালের ইমিগ্রেশন এলাকায় সোনার রুলি সদৃশ একটি বক্স পড়ে পান এভসেক সদস্যরা।

বিমানবন্দর সূত্র জানায়, মালিককে না পেয়ে এভসেক সদস্যরা তাৎক্ষণিকভাবে বিষয়টি ঘোষণার মাধ্যমে সবাইকে জানান। কিন্তু বক্সটির মালিক শনাক্ত না হওয়ায় বক্সটি এভসেক কন্ট্রোল রুমে জমা দেওয়া হয়। পরে সিসিটিভির ক্যামেরার ফুটেজে দেখা যায়, একজন যাত্রী আগমনী টার্মিনালে কিছু একটা খুঁজছেন। তাকে জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যায় যে সোনার রুলি সদৃশ বক্সটি তিনি আগমনী টার্মিনালের ইমিগ্রেশন এলাকায় ভুলক্রমে ফেলে গেছেন এবং বক্সটি তার মালিকানাধীন। এরপর যাত্রীকে এভসেক কন্ট্রোল রুমে নিয়ে সিসিটিভি ফুটেজ যাচাই করে এবং উপযুক্ত প্রমাণের ভিত্তিতে এভসেক শিফট সুপারভাইজারের উপস্থিতিতে তার কাছে হস্তান্তর করা হয়। সোনার রুলি হাতে পেয়ে যাত্রী খুবই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এভসেক সদস্যদের কার্যক্রম সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জাগো নিউজকে বলেন, এভসেকের দ্রুত পদক্ষেপ ও সতর্কতামূলক ব্যবস্থা যাত্রীদের সেবায় প্রতিশ্রুতিবদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিমানবন্দরে যেকোনো জিজ্ঞাসার জন্য যাত্রীদের যোগাযোগের করতে ১৩৬০০ নম্বর অথবা ই-মেইল [email protected], www.hsia.gov.bd ব্যবহার করতে পরামর্শ দেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

নবীনগরে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ওমরাহ পালনে যে ৫টি রোগের টিকা বাধ্যতামূলক করল সৌদি সরকার

বৈষম্য বিরোধী আন্দোলন : চোঁখের আলো হারিয়ে অন্ধকার দেখছে আজিজুলের পরিবার।

এস আলম পরিবারের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, সম্পদ জব্দের আদেশ

জুলাই হত্যা মামলা: রাজনৈতিক-ব্যক্তিগত দ্বন্দ্বে ফাঁসছেন অনেকেই

এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ

ভারত থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনছে বাংলাদেশ, খরচ ১১৩৭ কোটি

লস অ্যাঞ্জেলেসে ঝড়ো বাতাসের পূর্বাভাস, আরও ভয়ংকর হতে পারে দাবানল

বক আর বুনোহাঁস খাওয়া দুই ভ্লগারকে খুঁজছে বন বিভাগ

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি চলছে

রেমিট্যান্স পাঠানো দেশের তালিকায় যুক্তরাষ্ট্র এখন শীর্ষে