নবীনগরে ব্যাডমিন্টন টুর্ণামেন্টে আলীয়াবাদ চ্যাম্পিয়ন
নবীনগর উপজেলার আলীয়াবাদ ক্রীড়া সংসদের উদ্যেগে মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা মরহুম এড:আবদুল লতিফ এমপি ৪র্থ গোল্ডকাপ ব্যাডমিন্টন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
আলীয়াবাদ কাঁচা বাজার মাঠ প্রাঙ্গনে আলীয়াবাদ আদর্শ বয়েজ ক্লাব ও নবীনগর ডিএইচ গ্রুপের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় আলীয়াবাদ বয়েজ ক্লাব ডিএইচকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলায় সভাপতিত্ব করেন, মো: ইদন খান। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।