বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দুদকের দু’দিন ব্যাপী বিতর্ক প্রতিযোগীতা শুরু

Pictureমঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র উদ্যোগে দু’দিন ব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোহাম্মদ মোশাররফ হোসেন। জেলা প্রশাসক দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে একযোগে কাজ করার জন্য সকলকে আহবান জানান। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন চাকমা। প্রতিযোগীতায় ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর ও নরসিংদী জেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি কলেজ দল অংশ গ্রহন করে। প্রতিযোগীতায় বিচারক ছিলেন দুদকের কুমিল্লার সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক শফিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার কাজী সলিমুল্লাহ, দুর্নীতি প্রতিরোধ কমিশন (দুপ্রক)’র সভাপতি প্রফেসর মোঃ মুখলেসুর রহমান খান, সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ আবদুস সোবহান ও গভঃ মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক নাইমা জান্নাত। মডারেটরের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খাইরুল আলম সুমন ও দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম। বিতর্ক প্রতিযোগীতা সার্বিক সমন্বয়কারী ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজু। প্রতিযোগীতায় স্কুল পর্যায়ের কুমিল্লা জেলা স্কুল দল ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কুল দলকে হারিয়ে এবং চাঁদপুর জেলা স্কুল দল নরসিংদী জেলা স্কুল দলকে হারিয়ে প্রথম রাউন্ডের ফাইনালে উন্নীত হয়েছে। জেলা পর্যায়ে কুমিল্লা জেলা কলেজ দল ব্রাহ্মণবাড়িয়া জেলা কলেজ দলকে হারিয়ে এবং চাঁদপুর জেলা কলেজ দল নরসিংদী জেলা কলেজ দলকে হারিয়ে প্রথম রাউন্ডের ফাইনালে উন্নীত হয়েছে। 

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি