বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইথিওপিয়ার বিমান ছিনতাই, জেনেভায় অবতরণ

53024b537fab8-3ইতালির রোমগামী ইথিওপিয়ার যাত্রীবাহী একটি উড়োজাহাজ ছিনতাই হয়েছে। পরে গতকাল সোমবার জেনেভা বিমানবন্দরে ওই উড়োজাহাজ অবতরণে বাধ্য করেছে সুইজারল্যান্ডের পুলিশ। এ ঘটনায় উড়োজাহাজের সহকারী পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে।

সুইজারল্যান্ড পুলিশের মুখপাত্র ক্রিস্টোফি ফোর্টিস জানান, ইথিওপিয়া সরকারের উড়োজাহাজ সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইনসের ফ্লাইট ইটি-৭০২ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে ইতালির রোমে যাচ্ছিল। পথে উড়োজাহাজটি ছিনতাইয়ের কবলে পড়ে। সুইস পুলিশ জেনেভার স্থানীয় সময় সোমবার সকাল ছয়টায় সেই উড়োজাহাজ অবতরণে বাধ্য করে। ছিনতাইকারীকেও গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, ছিনতাই হওয়া উড়োজাহাজ অবতরণের সঙ্গে সঙ্গে বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

জেনেভা বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রবার্ট ডিলন জানান, সহকারী পাইলট উড়োজাহাজ ছিনতাইচেষ্টার কথা স্বীকার করেছেন। মূল পাইলট শৌচাগারে গেলে সহকারী পাইলট বাইরে থেকে শৌচাগার বন্ধ করে দেন। পরে তিনি উড়োজাহাজের নিয়ন্ত্রণ নেন। সুইজারল্যান্ডে ‘রাজনৈতিক আশ্রয় পেতেই’ বিমান ছিনতাইয়ের চেষ্টা করেন বলে দাবি করেন সহকারী পাইলট।

ইথিওপিয়ান এয়ারলাইনসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, উড়োজাহাজের সব যাত্রী সুস্থ ও নিরাপদে আছেন। বিবৃতিতে বলা হয়, বোয়িং ৭৬৭ উড়োজাহাজটি স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় রোমের উদ্দেশে রওয়ানা হয়। ভোর সাড়ে চারটায় এটি রোমে পৌঁছানোর কথা ছিল।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, জেনেভায় উড়োজাহাজটি অবতরণ করিয়ে রানওয়ের একপ্রান্তে নেওয়া হয়। পুলিশ এর চারদিকে ঘিরে ফেলে। বিভিন্ন জরুরি বিভাগের কর্মীরা গাড়ি নিয়ে উড়োজাহাজের আশপাশে অবস্থান নেন। কিছুক্ষণ পর যাত্রীদের বেরিয়ে আসতে বলা হয়। যাত্রীরা দুই হাত তুলে একে একে উড়োজাহাজ থেকে বেরিয়ে আসেন।

ট্রিবিউন দ্য জেনেভা পত্রিকার খবরে বলা হয়, সুদানের আকাশসীমা পেরিয়ে যাওয়ার সময় উড়োজাহাজটি ছিনতাই করা হয়। ছিনতাইয়ের কারণ জানা যায়নি।

জেনেভা বিমানবন্দরের ওয়েবসাইটে জানানো হয়, গতকাল সকালে বিমানবন্দর থেকে যেসব ফ্লাইট ছাড়ার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। আর যেসব ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল, তা অন্য বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে। এএফপি ও রয়টার্স।

এ জাতীয় আরও খবর

সকালে মাঠে নামছে ব্রাজিল, একাদশ যেমন হবে

তৌফিক-ই-ইলাহী গ্রেপ্তার

মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে গুলি

১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি

গুজরাটের শহরকে নিজেদের বলে দাবি পাকিস্তানের, ভারতে বিতর্কের ঝড়

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪ জন

প্রয়োজনে আবারও গণঅভ্যুত্থান হবে: সারজিস আলম

বৃহত্তর চট্টগ্রামে ফের অতিভারী বৃষ্টির আভাস

উত্তপ্ত মণিপুরে এবার ইন্টারনেট বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গণপূর্তমন্ত্রীসহ ১৯৫ জনের নামে হত্যা মামলা 

আইডিয়ালের সাইনবোর্ড খুলে নিয়ে গেলো ঢাকা কলেজের শিক্ষার্থীরা

বন্যায় ক্ষতিগ্রস্তদের ইলেকট্রনিক্স পণ্যে ফ্রি সার্ভিস দিচ্ছে ভিশন