নাসিরনগরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার
বুধবার রাত সাড়ে দশ ঘটিকার সময় নাসিরনগর ফান্দাউক রাস্তায় শ্রীঘর জোড়া ব্রীজের নিকট ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ওই সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় ছুড়ি ও ডাকাতির কাজে ব্যবহারিত একটি সিএনজি উদ্ধার করা হয়েছে। থানা পুলিশ সুত্রে জানা গেছে, সরাইল থানার কালিকচ্ছ দিঘীর পাড় গ্রামের মোঃ সাবাস আলীর ছেলে মোঃ মন মিয়া প্রকাশ মোহন, (২৫)মোঃ সানু মিয়ার ছেলে মোঃ জাকির মিয়া (২৫) ও কুট্রাপাড়া পশ্চিম পাড়া গ্রামের মোঃ ইসলাম উদ্দিনের ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৬)। গোপন সংবাদের ভিত্তিতে এস আই তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্স সহ তাদের গ্রেপ্তার করে। এস আই মহিউদ্দিন সুমন বাদি হয়ে তাদের বিরোদ্ধে নাসিরনগর থানার মামলা নং১৭, তারিখ১৩/০২/২০১৪ রুজু করেছে।