সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আখাউড়ায় ইয়াবা ও ফেন্সিডিলসহ এক যুবক আটক

Atok-212013122102541120131223-150x150১শ ৫০ পিস ইয়াবা ও ২৫ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আন্ত:জেলা সড়কের উপজেলার ছতুরাশরীফ নতুন ব্রীজের কাছ থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক হলো মো: রুস্তম (২৮)। সে নবীনগর উপজেলার বিটঘরের মো: সফিক খানের পুত্র। আখাউড়া থানার অফিসার ইনচার্জ অং সা থুয়াই জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছতুরা শরীফ নতুন ব্রীজের কাছ থেকে এক যুবককে তল্লাশী করে ১৫০ পিস ইয়াবা ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

এ জাতীয় আরও খবর