বিজয়নগরে বোরো আবাদে ব্যস্ত কৃষকরা
তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে বোরো আাবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর কৃষকরা। শ্রমিক সংকটের কারনে চাষাবাদ নিয়ে অনেকটা বিপাকে তারা। ক্ষেত খামারে এখন সনাতন পদ্ধতির গরু লাঙ্গল জোয়াল দিয়ে চাষ পদ্ধতি নেই বল্লেই চলে। আধুনিক পদ্ধতি কলের লাঙ্গল (ট্রাক্টর) দিয়ে চলছে জমি চাষাবাদের কার্যক্রম। ভোর থেকে সন্ধা পর্যন্ত ট্রাক্টর দিয়ে জমিচাষাবাদ করা হচ্ছে। শ্রমিকরা দাগ কাটা নির্দিষ্ট বাঁশ দিয়ে জমিতে ধান রোপন করে থাকে যার ফলে আগাছা দমনকারী উইডার দিয়ে সহজেই আগাছা দমন করতে পারে। এ পদ্ধতি বিজয়নগরে খুবই জনপ্রিয় হয়ে ওঠেছে। পুরুষ শ্রমিকদের দেওয়া হয় ২৫০/৩০০ টাকা। সার,বীজ ও জ্বালানী তেল এবং বিদ্যুতের লোডশেডিং না থাকায় কৃষকরা আবাদত শংকা মুক্ত। বিজয়নগর উপজেলার কৃষি কর্মকর্তা জানান ,চলতি বোরো মৌসুমে যা লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে আবাদ লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাবে।