নাসিরনগরে অটোরিক্সা দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত
ছাতিয়াইন সড়কে বৃহস্পতিবার অটোরিক্সা দূর্ঘটনায় এক সবজী ব্যবসায়ী নিহত হয়েছে।
উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের সড়ক বাজারের সবজী ব্যবসায়ী মৃত শেখ সোয়া মিয়ার ছেলে শেখ মোঃ আলাউদ্দিন মাধবপুর উপজেলার রতনপুর বাজার থেকে সবজী কিনে অটোরিক্সা যোগে আতুকোড়া আসার পথে শিমুলঘর এলাকার একটি ব্রিজের নিকট অটোরিক্সা চাপায় নিহত হন। বিকাল তিন ঘটিকায় লাশের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।