বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইমরুল-শামসুরে লড়াইয়ের ভিত

52f329bf9ff0e-Shamsur-Rahman---Imrul-runing-1চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের সকালটা দারুণভাবেই পার করলো বাংলাদেশ। নির্দিষ্ট করে বললে ইমরুল কায়েস আর শামসুর রহমান। একজন দীর্ঘ দিন পরে টেস্ট খেলতে নেমেছেন, আরও একজন খেলছেন মাত্র তাঁর দ্বিতীয় টেস্ট। কিন্তু এরই মধ্যে এই দুই ব্যাটসম্যান গড়েছেন টেস্টে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় উইকেটে সেরা জুটিটি। ২০১ রানের অবিচ্ছিন্ন এই জুটি পেছনে ফেলেছে ২০১০ সালে মিরপুরে ভারতের বিপক্ষে তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকীর ২০০ রানের জুটি। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ওই ২০১-ই। ইমরুল ৯১ আর শামসুর ৯৩ রানে অপরাজিত আছেন।

শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ৫৮৭ রান তোলার পর কাল চা বিরতির পরপরই ব্যাটিয়ে নেমেছিল বাংলাদেশ। কিন্তু তামিম ইকবাল ইনিংসের চতুর্থ বলেই সুরাঙ্গা লাকমলের বলে বোল্ড হয়ে দুঃস্বপ্নের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এর পরেই ইমরুল কায়েস আর শামসুর রহমান নিজেদের ব্যাটিং পারদর্শীতার প্রয়োগ ঘটিয়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে গড়ে দিয়েছেন লড়াইয়ের ভিত। সেই ভিতের ওপর দাঁড়িয়েই বাংলাদেশ এই মুহূর্তে স্বপ্ন দেখছে চট্টগ্রাম টেস্টে লংকান বাহিনীকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার।

এখনো ৩৮৬ রানের বোঝা রয়ে গেছে বাংলাদেশের কাঁধে। দ্বিতীয় উইকেটে ইমরুল আর শামসুরের ব্যাটিং আশা জাগালেও যেতে হবে এখনো বহুদূর। সেই পথে মসৃণভাবে হেঁটে যাওয়ার ওপরই আসলে এই মুহূর্তে নির্ভর করছে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ভাগ্য।

ফলোঅন এড়াতেই যে বাকী এখনো ১৬৯ রান!  

এ জাতীয় আরও খবর

৫ দিন ধরে ইন্টারনেটে ধীরগতি, স্বাভাবিক হতে লাগবে ১ মাস

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ ফলনের ‘জারা লেবু’,  ওজন এক কেজি 

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ