ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৩- ১৪ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
গতকাল বুধবার সকাল ৯টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব- ১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৩- ১৪ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও পুলিশ সুপার মোঃ মনির“জ্জামান পিপিএম, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ আজাদ ছালাল। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ বনাম ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। উক্ত খেলায় ব্রাহ্মণবাড়িয়া ইসলামী দাখিল মাদ্রাসা ৩২ রানে ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। উলেখ্য, উক্ত প্রতিযোগিতায় সর্বমোট ৭টি স্কুল অংশগ্রহণ করে। (প্রেস বিজ্ঞপ্তি)