রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে –মেয়র মোঃ হেলাল উদ্দিন

news-brahmanbaria-2হিন্দু ধর্মের অন্যতম্য ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বিদ্যাদেবী, সুরের দেবী সরস্বতী পূজা উপলক্ষে জেলার সকল হিন্দু সম্প্রাদায় ও বিদ্যার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, জেলা আওয়ামীলীগের সিনিয়র-সহ সভাপতি, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন। সরস্বতী পূজা উপলক্ষে মেয়র গতকাল জেলার শ্রেষ্ট বিদ্যাপিঠ ব্রহ্মণবাড়িয়া সরকারি কলেজে প্রতিস্থাপিত পূজা মন্ডপ পরিদর্শন করতে যান। এসময় পৌর মেয়র কে অভ্যর্থনা জানান সরকারি কলেজের অধক্ষ্য প্রফেসর অমৃত লাল সাহা, উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মীর, শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম ও অন্যান্য শিক্ষক বৃন্দ। পূজা মন্ডপ পরিদর্শন শেষে মেয়র বিদ্যার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা একটি জাতির সম্মৃদ্ধি ও উন্নয়নের মূল চালিকা শক্তি। জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও দেশ প্রেমের চেতনা দিয়ে নিজেদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মেয়র কলেজে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে সকলকে আহবান জানান । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রফেসর নুরুল ইসলাম, প্রফেসর মোঃ শাহ আলম, পৌরসবার নিবার্হী প্রকৌশলী এটি এম মহিউদ্দিন খন্দকার, অধ্যাপক মিজানুর রহমান শিশির, সহযোগি অধ্যাপক বিভূতি ভূষণ দেবনাথ, সহকারি অধ্যাপক রাখাল গোপ, প্রভাষক সুভাষ বসু, প্রভাষক গোবিন্দ দাস, পৌরসভার সরকার সহকারি প্রকৌশলী মোঃ কাওছার আহমেদ প্রমুখ। –