কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া
সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী গত রোববার অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগীতার উদ্ধোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এমপি।
প্রধান শিক্ষক মোঃ মুখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন সরাইল প্রেস কাবের সম্পাদক বদর উদ্দিন, অর্থ- সম্পাদক মাহবুব খান বাবুল, পরিচালনা পর্ষদের সদস্য মোঃ মজনু মিয়া, মোঃ হেদায়ত উল্লাহ, মোঃ শরীফ হোসেন, মোঃ রেজাউল করিম, মিসেস মোমেনা আক্তার, মোঃ ইসমাঈল খান ও অনিল কুমার।