আলোকিত বাংলাদেশ গড়তে হলে ছাত্রছাত্রীদের ভাল লেখাপড়া করতে হবে –ডঃ আশরাফুল আলম
সদর উপজেলা নির্বাহী অফিসার ডক্টর আশরাফুল আলম বলেছেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকার ছাত্রছাত্রীদের ফ্রি বই ও বৃত্তি প্রদানসহ শিক্ষা উপর যে গুরুত্ব প্রদান করছে আর কোন সময় তা হয়নি। এ সুযোগটি কাজে লাগিয়ে আলোকিত বাংলাদেশ গড়তে হলে ছাত্রছাত্রীদের ভাল লেখাপড়া করে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে ভাল রেজাল্ট করতে হবে। এ জন্য শিক্ষক অভিভাবককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মৈন্দ উচ্চ বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্টান উল্লেখ করে তিনি বলেন এটিকে লেজে রুপান্তর করতে অবকাঠামোগত উন্নয়নে তিনি প্রচেষ্টা চালাবেন।গতকাল সোমবার সদর উপজেলার মৈন্দ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থী, বিদ্যালয়ের শিক্ষক প্রদিপ চন্দ্র চক্রবর্তীর বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে তিনি একথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিয়ামত খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার জীবন ভট্রাচার্য, সাবেক চেয়ারম্যান শাহরিয়ার মো: ফিরোজ,মনসুর আলী,মুছা মেম্বার ,হামদু মিয়া,সাবেক প্রধান শিক্ষক আবুল বাশার,জিতু মিয়া আজিজুল ইসলাম,এবং বিদায়ী শিক্ষক প্রদীপ চন্দ্র চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জহুর আহম্মেদ। পরে স্কুলের প্রবীন শিক্ষক প্রদীপ চন্দ্র চক্রবর্তীকে বিদায়ী ক্রেষ্ট প্রদান করা হয়।