সদর উপজেলার গুণীজন স্মৃতি পরিষদের মেধাবৃত্তি
সদর উপজেলার দক্ষিণাঞ্চলে তরুণদের স্বেচ্ছাসেবক মূলক সামাজিক সংগঠণ গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে মেধাবীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বাদুসেব ইউনিয়নের চেয়ারম্যান নেছার উদ্দিন শের শাহ।
উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ শাহাদাত হোসেন, প্রকৌশলী রফিকুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি আশরাফ আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, ডাঃ জহিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার জোনায়েদ হোসেন রানা প্রমুখ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, সোস্যাল ইসলামী ব্যাংকের এসএভিপি মনিরুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনা করেন আনোয়ার হোসেন।
সংগঠনটি এলাকার সুবিধা বঞ্চিত মেধাবীদের কল্যাণে ও এলাকার শিক্ষার উন্নয়নে গত ৪ বছর যাবত কাজ করে যাচ্ছে।