কসবা উপজেলা ছাত্রলীগ নেতা রুপস সড়ক দূঘটনায় নিহত
কসবা উপওেজলা ছাত্রলীগের ত্রাণ ও দূযোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আবু ছফিয়ান ভুইয়া রুপস আজ সোমবার বিকাল ২টা ৫মিনিটে এক সড়ক দূঘটনায় নিহত হয়। সোমবার বিকালে কুটি চৌমুহনী থেকে মোটর সাইকেল চালিয়ে কসবা সদরে আসার পথে বিশারা বাড়িনামক স্থানে একটি গাছের সাথে মোটরসাইকেলের সংর্ঘষ হয়। এতে গুরুত্ব আহত হয় আবু ছফিয়ান ভুইয়া রুপস । আহত অবস্থায় কসবা হাসপাতালে আনার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। কসবা উপজেলার কায়েমপুর ইউপির পানিয়ারূপ গ্রামে তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক এনামুল হক পলাশ, যুগ্ম সম্পাদক মনির হোসেন সহ ছাত্রলীগের নেতাকর্মীরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।