শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আখাউড়ায় ভারতীয় ৩শ পিস শাড়ী জব্ধ

Untitled-3ভারতীয় ৩০০ পিসসহ শাড়ি ও একটি পিক-আপ জব্ধ করেছে আখাউড়া থানা পুলিশ। এসময় পিক-আপ চালক আলম (২২) কে আটক করা হয়। আটককৃত আলমের বাড়ি  হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে। রোববার সকাল সাড়ে ছয়টায় উপজেলা ধরখার এলাকা থেকে শাড়িগুলো জব্ধ করা হয়। জব্ধকৃত শাড়ির আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার অফিসার ইনচার্জ অং সা থোয়ার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার ধরখার সড়কে একটি পিক-আপ-এ তল¬াশী চালিয়ে ৫টি বড় গাইট ও কয়েকটি প্যাকেট পাওয়া যায়। পরে স্থানীয় লোকজনের উপস্তিতিতে গাইট ও প্যাকেটগুলো খোলে দামী শাড়ি পাওয়া যায়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ অং সা থোয়াই বলেন, ধরখারে একটি পিক-আপে (ঢাকা মেট্টো নং ১৬-৩৪৮১) তল¬াশি চালিয়ে ৩শ পিস ভারতীয় দামী শাড়ি জব্ধ করা হয়েছে। শাড়িগুলো ঢাকা নিয়ে যাচ্ছিল বলে পিক-আপ চালক স্বীকার করেছে

এ জাতীয় আরও খবর