সরাইল উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ২৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পরিষদের নির্বাচনের জন্য ২৬ প্রার্থী রবিবার মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরমধ্যে উপজেলা চেয়ারম্যান পদের জন্য ১৩ জন, ভাইস চেয়ারম্যান মহিলা পদে ৪ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদের জন্য আওয়ামীলীগ সমর্থকদের মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান রফিকউদ্দিন ঠাকুর, আওয়ামীলীগ নেতা এডঃ আব্দুর রাশেদ, এডঃ মোঃ আশরাফউদ্দিন মন্তু, মোখলেছুর রহমান, এস এমএ আলামিন আরেফিন,এডঃ জয়নাল উদ্দিন । বিএনপি সমর্থকদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডঃ আবদুর রহমান, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, এডঃ নূরুজ্জামান লস্কর তাজুল ইসলাম ভূইয়া, । জামায়াতে ইসলামের প্রার্থী উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুবউদ্দিন, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আজিজুল হক, জাতীয় পার্টির ওসমান উদ্দিন খালেদ। মহিলা ভাইস চেয়াম্যান পদের প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগ সমর্থিত রোকেয়া বেগম,তাহমিনা আক্তার, বিএনপি সমর্থিত শামীমা আক্তার ও শিরিনা আক্তার। ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হচ্ছে আওয়ামীলীগ সমর্থিত বর্তমান ভাইস চেয়ার ম্যান মোঃ শাহজাহান মিয়া ও শের আলম মিয়া , বিএনপির আবু সুফিয়ান সিদ্দিকী, মোঃ জয়নাল আবেদীন, জহির উদ্দিন আহমেদ, ইসলামী ঐক্যজোটের লাল বাদশা, মোঃ ইসহাক, নির্দলীয় রয়েছেন জিয়াউল হক ও ইসলাম উদ্দিন । আগামী ১১ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ এবং আগামী ২৭ ফেব্রুয়ারী সরাইল উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।