নাসিরনগরে বার্ষিক পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় এবং জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান রবিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীল কমল রায়ের সভাপতিত্বে শিক্ষক আতেকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ । বিশেষ অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাফর আহমেদ, প্রধান শিক্ষক আবদুর রহিম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুইয়া ও প্রাক্তন শিক্ষক আবদুল আজিজ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আলমগীর মিয়া। পরে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। অনুষ্ঠানে ২০১৩ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ অজর্নকারী কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়।