বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাইক্রোসফট কার হাতে?

52ec7dba9f39d-micrsoftমাইক্রোসফটে আসছে বড় ধরনের রদবদল। বিশ্বের বৃহত্তম সফটওয়্যার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে।  নতুন চেয়ারম্যান ছাড়াও প্রতিষ্ঠানটি পরিচালনায় আসতে পারেন নতুন প্রধান নির্বাহী।

স্টিভ বলমারের পর কে হতে যাচ্ছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী? সম্ভবত বর্তমান জ্যেষ্ঠ নির্বাহী সত্য নাদেলার ওপরই ভরসা করতে যাচ্ছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। মাইক্রোসফটের ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাতে একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলাকে মাইক্রোসফট বোর্ড তাদের পরবর্তী প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে। নিয়োগ পেলে মাইক্রোসফটের ৩৮ বছরের ইতিহাসে তৃতীয় প্রধান নির্বাহী হবেন বর্তমানে প্রতিষ্ঠানটির ক্লাউড ডিভিশনের দায়িত্বে থাকা সত্য নাদেলা। এর আগে মাইক্রোসফটের ব্যবসা বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। যদিও এই পদটির জন্য একাধিক প্রার্থী বিবেচনায় রেখেছে রেডমন্ডভিত্তিক প্রতিষ্ঠানটি। সত্য নাদেলার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন নকিয়া থেকে মাইক্রোসফটে যোগ দেওয়া স্টিফেন ইলোপ ও মাইক্রোসফটের কর্মকর্তা টনি বেটস।

ব্লুমবার্গ জানিয়েছে, শুধু সত্য নাদেলাকে প্রধান নির্বাহী হিসেবে নিয়োগই নয়, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকেও চেয়ারম্যান পদ থেকে সরিয়ে শুধু বোর্ডের সদস্য হিসেবে রাখার কথা ভাবছে মাইক্রোসফট বোর্ড। বিল গেটসের জায়গায় আসতে পারেন কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএমের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও সিমানটেক করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী জন থম্পসন।

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি