বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আওয়ামীলীগৈর প্রবীন নেতা আলহাজ্ব এবি সিদ্দিকের ইন্তেকাল

Copy of A B Siddiq-02বাংলাদেশ আওয়ামীলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সাবেক সভাপতি ও সৈয়দাবাদ আর্দশমহাবিদ্যালয়ের প্রতিষ্ঠিতা,প্রবীন রাজনীতিবিদ আলহাজ্ব এবি সিদ্দিক(৮৪) তার ঢাকাস্থ শান্তীনগর নিজ বাসভবনে ষ্ট্রোক করার পর কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়ার পর আজ শুক্রবার সকাল ৭টা১০মিনিটে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। 
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট আনিসুল হক আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন। উক্ত অনুষ্ঠানে তিনিও আজ সকালের ট্রেইনে আসার প্রস্তুতি নেওয়ার সময় এই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
নিহত পরিবার সূত্রে জানান আগামী কাল সকাল ১০টা জানামাজের শেষে নিজ বাড়ি সৈয়দাবাদে তার পারিবারিক কবরস্থানে দাফন করার হবে। তার মৃত্যুতে কসবা উপজেলায় এক শোকে ছায়া নেমে আসে।