শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও অত্যন্ত প্রয়োজন
বৃহস্পতিবার আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া অন্নদা স্কুল মাঠ (বডিং মাঠ) এ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম। পৌর ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফায়জুন্নাহার বেগমের সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ দেওয়ান হাফিজ, নূর তাহসিনা পলি, দেলোয়ারা বেগম, খেলন রানী সাহা, মোঃ নুরুল হক, মাসরুর আহমেদ, জাহানারা বেগম, হাবিবুর রহমান, আল আবেদুল জাবেদ, অর্জুন সাহা প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে নাজমা বেগম বলেন, শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও অত্যন্ত প্রয়োজন। আজ যারা খেলাধুলায় বিজয় অর্জন করেছ তারা এ অর্জন ধরে রাখতে হবে। এবং যারা বিজয় অর্জন করতে পার নি তারা আগামী দিন বিজয় অর্জন করবে। তোমাদের সকলের এই লক্ষ থাকতে হবে। খেলাধুলার মত তোমাদেরকে পড়াশুনায়ও ভাল ফলাফল করতে হবে। তোমরাই একদিন এ জাতির নেতৃত্ব দিবে। তোমাদের নিকট আমাদের সকলের অনেক প্রত্যাশা। আমি আশা করব তোমরা আমাদের প্রত্যাশা পূরণ করবে।