রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের ৪র্থ বোর্ড অব ডাইরেক্টরী সভা এবং পিঠা উৎসব অনুষ্ঠিত
মঙ্গলবার রাত ৮টায় রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের ৫৯৩তম সাপ্তাহিক সভা ও ৪র্থ বোর্ড অব ডাইরেক্টরী সভা এবং পিঠা উৎসব রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের প্রেসিডেন্ট গোলাম মোস্তফার মৌড়াইলস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়। রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের প্রেসিডেন্ট গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সাপ্তাহিক ও ৪র্থ বোর্ড অব ডাইরেক্টরী সভায় বক্তব্য রাখেন চার্টার প্রেসিডেন্ট সাবেক অধ্যক্ষ মু. মুজিবুর রহমান, রোটারী পিপি ডাঃ সুখেন্দু বিকাশ তালুকদার, রোটাঃ পিপি ডাঃ এফ জামান পিএইচএফ, রোটাঃ পিপি ডাঃ মোঃ আবু সাঈদ, রোটাঃ পিপি জসিম উদ্দিন, রোটাঃ পিপি ইঞ্জিনিয়ার আমানুল্লাহ্ বাহার, রোটাঃ পিপি ডাঃ সাদরুল হুদা নিয়াজ পিএইচএফ, রোটারী প্রেসিডেন্ট ইলেক্ট ডাঃ মেজবাহ উদ্দিন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ ডাঃ শওকত হোসেন, রোটাঃ আনিছুর রহমান চৌধুরী, রোটাঃ জাকিরিয়া খান জাকি, রোটাঃ ডাঃ মনির হোসেন, রোটাঃ ক্ষমা রাণী কর, রোটাঃ হুমায়ুন কবির, রোটাঃ এডঃ ইখতেয়ারুল বারী তানভীর, রোটাঃ আনিছুর রহমান মোল্লা সিকু, রোটাঃ এডঃ এম এ শাহেদ, রোটাঃ আব্দুল কাইয়ুম, রোটাঃ সাংবাদিক মোঃ শাহজাদা, রোটাঃ আন্নাস মিয়া প্রমুখ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব আগ্রাবাদ চট্টগ্রামের পাস প্রেসিডেন্ট আলমগীর ভূইয়া। সভায় বক্তাগণ, ক্লাবের আগামী অভিষেক অনুষ্ঠান ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুটি অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। পরে ক্লাব প্রেসিডেন্ট গোলাম মোস্তফার আমন্ত্রণে ক্লাবের সকল কর্মকর্তাগণ পিঠা উৎসবে যোগ দেন।