জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে শ্রমিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা
সন্ধ্যা ৭টায় হালদারপাড়াস্থ স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, সাবেক পৌর চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ব্রাহ্মণবাড়িয়া আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং- ১১৮১। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মিল্লাদ, কার্যকরী সদস্য এ কে এম কাজল। শ্রমিক নেতৃবৃন্দ আশা করেন আল মামুন সরকারের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ আগামী দিনে আরো বেশি শক্তিশালী হবে। এবং শ্রমিকদের কল্যাণে আরো বেশি কাজ করবে বর্তমান সরকার। নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা প্রদানকালে আল মামুন সরকারের সু স্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে তার রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।