ব্রিজ থেকে লাফিয়ে পড়ে আহত ৩
জেলার কসবা উপজেলার সালদানদী এলাকায় সালদানদী ব্রিজ থেকে লাফিয়ে পড়ে ৩জন গুরুতর আহত হয়েছেন।
আহতদের কুমিল্লা জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে কসবার সালদানদী এলাকায় এ ঘটনাটি ঘটে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে দুজন পথচারী কসবার সালদানদী ব্রিজের ওপর দিয়ে পার হবার সময় তারা কুমিল্লা থেকে ছেড়ে ঢাকাগামী ডেমো ট্রেনটি দেখতে যায়। এসময় ট্রেনটি তাদের কাছাকাছি চলে আসলে তিনজনই বাচাঁর জন্য ব্রিজ থেকে লাফিয়ে পড়ে। এতে তারা গুরুতর আহত হন। এলাকাবাসীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে যান। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বাংলামেইলকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।