চান্দুরা ইউপির সাবেক চেয়ারম্যান হায়দার আলীর ইন্তেকাল এলাকায় শোকের ছায়া
বিজয়নগরের চান্দুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হায়দার আল বিকাল ৫টায় চান্দুরাস্থ নিজবাড়ীতে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি…….রাজীউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি ১ পুত্র ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। আজ বাদ জোহর চান্দুরা খেলার মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী, যুব মৈত্রীর আহবায়ক সঞ্জয় পোদ্দার প্রমুখ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।