শহরের পরিবেশ নষ্ট কারিদের বিরুদ্ধে সজাগ থাকুন……. মেয়র
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, পৌরসভার উন্নয়নে বিভিন্ন এলাকায় রাস্তা ফুটপাত ড্রেন নির্মান ও সংষ্কার করা হচ্ছে। শহর পরিষ্কার পরিছন্নতা অভিযান জোরদার করা হয়েছে। বিশুদ্ধ পানি সরবারহ ব্যাবস্তা নিশ্চিত করতে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হচ্ছে। কিন্তু কিছু মানুষের অসচেতনার অভাবে পৌর সম্পদ বিনষ্ট হচ্ছে। ফলে পৌর সভার কাংখিত উন্নয়ন বাধা গ্রস্থ হচ্ছে। তিনি যারা শহরের পরিবেশ নষ্ট করে তাদের বিরুদ্ধে সবাই কে সজাগ থাকার আহবান জানান। মেয়র গতকাল সকালে কাজিপাড়া পুকুরপাড় এলাকার এলাই মিযার বাড়ির পাশের রাস্তা ও ড্রেন নির্মান কাজের উদ্বোধন কালে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতে উপরক্ত কথা বলেন। এ সময় অনান্যর মধ্যে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর এডঃ মোঃ শাহ আলম, মহিলা কাউন্সিলর রাহেলা ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এটিএম মহিউদ্দিন খন্দকার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবুল, অর্থ সম্পাদক মোঃ মহসিন মিয়া, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলহাজ এডঃ লোকমান হেসেন, শহর আওয়ামীলীগের সহ সভাপতি দেওয়ান অবিদুর রহমান, বিশিষ্ট ব্যাংকার আতাউর রহমান শাহিন, সহকারি প্রকৌশলী মোঃ কাওছার আহমেদ, উপ সহকারি প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, ঠিকাদর তৌহিদুল আমান সরকার প্রমুখ। পরে অতিথি বৃন্দ সরকারের উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকা ও পৌরবাসির মঙ্গল কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে মোনাজাত করেন। উল্লেখ্য রাস্তা ও ড্রেন নির্মান কাজ বাস্তবায়ন করবে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আজিজ বিল্ডার্স।