বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরাইলে বিপুল পরিমান অস্র উদ্ধার, মানিক ডাকাত সহ গ্রেপ্তার-২ চার পুলিশ আহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশেষ অভিযানে বিপুল পরিমান অস্র ও বৈদ্যুতিক ট্রান্সফরমারের মূল্যবান যন্ত্রাংশ সহ মানিক(৩৬) ডাকাতকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর পূর্ব পাড়ায় তার বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপর হামলার দায়ে তার স্ত্রী কে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে ডাকাত মানিক এবং তার স্বজনদের হামলায় পুলিশের দুইজন এস আই, একজন কন্সটেবল ও একজন বিশেষ আনসার আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, মানিক ডাকাতের নেতৃত্বে একটি সংঘবদ্ধ গ্র“প দীর্ঘদিন ধরে নৌপথে ও সড়কে পরিবহনে ডাকাতি করে আসছে। এ ছাড়া সে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর দলের হোতা। মানিকের বাড়ি নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামে। শিশুকাল থেকেই সে রসুলপুর তার নানা আবদুস ছোবহানের বাড়িতে বসবাস করছিল। এখান থেকেই তার সকল অপকর্ম পরিচালনা করে আসছে। ৩/৪ বছর আগে গ্রামের পাশে ফসলি মাঠের মাঝখানে নির্জন স্থানে বাড়ি নির্মাণ করে সে। এরপর আরো বেপরোয়া হয়ে উঠে মানিক। ডাকাতি চুরি ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সকল অস্র ও লুটপাটের মালামাল ওই বাড়িতে রাখে। গভীর রাতে সকল অপকর্মের গোপন বৈঠক হয় সেখানে। মানিকের সকল কাজে সহযোগীতা করে আসছেন তার মামা এতিম হোসেন। বিভিন্ন তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদের নেতৃত্বে একদল পুলিশ ডাকাত মানিকের বসত বাড়ি ঘেরাও করে। পরে বাড়িতে প্রবেশ করে অভিযান চালায়। এ সময় ডাকাত মানিক ও তার পরিবারের সদস্যরা দেশীয় অস্রে সজ্জিত হয়ে পুলিশের উপর হামলা চালায়। দীর্ঘক্ষণ দস্তাদস্তির পর পুলিশ মানিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ততক্ষণে আহত হয় এস আই আবু বক্কর সিদ্দিক, শওকত হোসেন, কন্সটেবল ইউসুফ রানা ও বিশেষ আনসার ছিদ্দিক মিয়া। পরে তল¬াশী চালিয়ে মানিকের বসত ঘর থেকে একটি বিকল পাইপগান, পিস্তল, বৈদ্যুতিক ট্রান্সফরমারের মূল্যবান যন্ত্রাংশ, ডাকাতি ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বেশ কিছু অত্যাধুনিক যন্ত্র, রামদা, টেটা, বল¬ম, ছোঁড়াসহ অনেক দেশীয় অস্র উদ্ধার করা হয়েছে। পুলিশের উপর হামলার দায়ে মানিকের স্ত্রী তাছলিমা বেগম (২৭) কে গ্রেপ্তার ও মা আনারা খাতুন (৫৫), বোন স্বপ্না বেগম (২০) কে আটক করেছে পুলিশ। মানিক ডাকাতির মামলায় পূর্বেও একাধিকবার জেল খেটেছে। মানিকের মা আনারা খাতুন স্থানীয় ইউপি সদস্য ফিরোজ মিয়া বলেন, মানিক দীর্ঘদিন ধরে জঘন্য এসব অপকর্ম করে আসছে। আমি বাঁধা দেওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন মামলা করেছে। তার পেছনে আমার গোষ্ঠীর কিছু লোক শক্তি যোগান দিয়ে যাচ্ছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ চার পুলিশ সদস্য আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার সকল ট্রান্সফরমার চুরির হোতা ডাকাত মানিক। আমরা একটি সফল অভিযান পরিচালনা করেছি। ডাকাতের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি

ঢাকা কৃত্রিম মরুভূমিতে পরিণত হয়েছে: মির্জা আব্বাস

অস্ত্র মামলায় খালাস পেয়েছেন গোল্ডেন মনির

ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই

উপজেলা ভোট ব্যর্থ হলে ৭ জানুয়ারির প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে-সিইসি

সোনার দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

টাঙ্গাইল শাড়ি বাংলাদেশেই থাকবে : শিল্পমন্ত্রী

বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

আবারও ঢাকাই সিনেমায় পাওলি দাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের লক্ষ্য জানালেন সাকিব

ভারতীয় ৫২৭ খাদ্যপণ্যে ক্যানসার-সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ