দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে বিশ্ব কুষ্ঠ দিবস- ২০১৪ উদযাপন”
মজিবুর রহমান খান,ব্রাহ্মণবাড়িয়া: গতকাল রবিবার দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সিভিল সার্জন কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বিশ্ব কুষ্ঠ দিবস ২০১৪ইং উদযাপিত হয়। দিবসটিতে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর বিশেষ র্যালীর আয়োজন করে। উক্ত র্যালিটির শুভ উদ্ভোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ নারায়ন চন্দ্র দাস। এতে স্বাগত বক্তব্য রাখেন দি লেপ্রসি মিশন এর ঢাকা কেন্দ্রীয় প্রতিনিধি ডেভিড অসীম সিংহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন শাপলা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস.এম শাহীন। প্রধান অতিথির বক্তব্যের সিভিল সার্জন ডাঃ নারায়ন চন্দ্র দাস বলেন, দি লেপ্রসি মিশন এর সহযোগিতায় জেলায় ১৩ জন কুষ্ঠ রোগী সনাক্ত হয়েছে এবং বিনা পয়সায় তারা স্বাস্থ্য সেবাও পাচ্ছে। ভবিষ্যতে জনগন আরো বেশি সচেতন হলে রোগী সনাক্ত করে। চিকিৎসার আওতায় এলে কুষ্ঠ মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব অনুষ্ঠানটিতে সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাসহ দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনালের ঢাকা প্রতিনিধি গোপাল চন্দ্র বর্মন বিভাশ বৈদ্য এবং ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এন্থনি কুইয়া, স্বেচ্ছা সেবকরা এবং সংবাদদাতা মজিবুর রহমান খান উপস্থিত ছিল। উল্লেখ্য যে, এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় হলো- “সম্মিলিত প্রচেষ্টায় কুষ্ঠ কার্যক্রমকে ত্বরাণি¦ত করুন”।