ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত সর্দার হানিফ বন্দুকসহ গ্রেফতার
আন্তঃজেলা ডাকাত সর্দার ১২ মামলার আসামী হানিফ মিয়াকে বন্দুক ও ৪টি তাজা কার্তুজসহ গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার ভোর রাতে সদর থানার সুলতানপুর-চিনাইর সড়ক থেকে তাকে ডাকাতি করার প্রস্তুতির সময় গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো: আবদুর রব জানান, ভোর রাতে সুলতানপুর-চিনাইর সড়কে ডাকাতি হবার খবর পেয়ে পুলিশ ঐ এলাকায় অভিযান চালিয়ে হানিফ মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরি বন্দুক, ৪টি তাজা কার্তুজ, একটি চাপাতি এবং একটি রামদা উদ্ধার করা হয়।
ওসি জানান, হানিফ মিয়ার বাড়ি শহরের ভাদুঘরে। সে একটি সংঘবদ্ধ ডাকাতদলের নেতৃত্ব দেয়। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ডাকাতিসহ বিভিন্ন ধরনের ১২টি মামলা রয়েছে।