সরাইলে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চের মানববন্ধন
হিন্দুদের ওপর হামলা, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চ।
শনিবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটক সংলগ্ন শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চের সদস্য সচিব সৈয়দ কামরুজ্জামানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুর রাশেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মো. মনির উদ্দিন আহমেদ, সরাইল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সংগঠনের আহ্বায়ক বায়তুল হোসেন খন্দকার, জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হোসাইন আহমেদ তফছির, মুক্তিযোদ্ধা নূর কুতুবুল আলম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন মিল্লাত প্রমুখ।
এছাড়া স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা জামায়াত শিবিরের স্বাধীনতা বিরোধী কার্যকলাপের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।