শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সরাইল প্রেস ক্লাবের মত বিনিময় সভায় এম পি—প্রেস ক্লাবের ভবন নির্মানে দ্রুত ব্যবস্থা নিব

sarail press club picসরাইল প্রেস ক্লাবের আজীবন সদস্য হয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। গত শুক্রবার সন্ধ্যায় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষনা দেন। টানা দ্বিতীয়বার এ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় প্রেস ক্লাবের সদস্যরা তাঁকে শুভেচ্ছা জানায়। প্রেস ক্লাবের সভাপতি মোঃ আইয়ূব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এম পি বলেন, জায়গা এবং নিজস্ব ভবনের অভাবে সরাইল প্রেস ক্লাবের সদস্যরা দীর্ঘদিন ধরে দূর্ভোগ পোহাচ্ছেন। সাংবাদিকরা সর্বদাই জনগনের স্বার্থে কাজ করেন। যাদেরকে আমরা জাতীর বিবেক বলে জানি। তারা এ ভাবে চলতে পারে না। দেশ এবং জাতীর স্বার্থে প্রেস ক্লাবের সদস্যদের ভূমিকার ভূঁয়ুশী প্রশংসা করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রেস ক্লাবের নিজস্ব জায়গা ও ভবন নির্মানে পর্যায়ক্রমে সহায়তা করার আশ্বাস দেন। সম্পাদক বদর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবদুর রাশেদ, সরাইল প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান, অর্থ সম্পাদক মাহবুব খান বাবুল ও সদস্য মোহাম্মদ আলী প্রমূখ।