সাহিত্য একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অদ্বৈত মল্লবর্মণ জন্মশতবর্ষ স্মারক বক্তৃতা ও নাটক চৌরাস্তা মঞ্চস্থ
প্রান্তিক জীবনের অমর কথাশিল্পি অদ্বৈত মল্লবর্মণনের জন্মশর্তবর্ষ উপলক্ষে গত ২৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলননায়তনে অদ্বৈত মল্লবর্মণ জন্মশতবর্ষ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। তিতাস একটি মগ্নপাঠ শীর্ষক বক্তৃতায় বক্তব্য রাখেন দেশের প্রখ্যাত কথা সাহিত্যিক জাকির তালুকদার। আলোচনায় করেন কথাশিল্পি নূরুদ্দিন জাহাঙ্গীর, প্রাবন্ধিক গবেষক মানবর্দ্বন পাল ও কবি মহিবুর রহিম। সভাপতিত্ব করেন শান্তনু কায়সার। আলোচনা শেষে সাহিত্য একাডেমি প্রযোজিত নাটক চৌরাস্তা মঞ্চস্থ করা হয়। দেশের প্রখ্যাত নাট্যকার মলয় ভৌমিক রচিত এবং মিজানুর রহমান শিশির নির্দেশিত নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মোস্তফা মাহমুদ আপন, কাজী তানভীর সিদ্দিকী, আকরাম হোসেন ভূইয়া, ইসরাত জাহান জেসিকা, বিশাল আহাম্মেদ দুলাল, মোজাহিদ আলী মিশন, সাইমন কবির ফাহিম, বোরহান উদ্দিন, এজামুল হক ভূইয়া, নুসরাত জাহান বুশরা, শাহাদাত, আকিল মাহমুদ টিপু, ফয়সাল।