মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে সুখি-সম্মৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছি

DSC09549সদ্য অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনে বিপুল ভোটে নির্বাচিত সাংসদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্তসচিব, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির অন্যতম নেতা, বীর মুক্তিযোদ্ধা জননেতা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ২০০৮ এর সংসদ নির্বাচনে ভিশন ২০২১ এর স্বপ্ন নিয়ে আওয়ামীলীগ বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছিল। বিগত মেয়াদে মাত্র ৫ বছরেই  সেই রুপকল্প-২১এর স্বপ্ন কে সরকার বাস্তবায়ন করে দিখিয়েছে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে ধারা সূচিত হয়েছে, এ ধারা অব্যাহত আছে এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তা অব্যাহত থাকবে। মোকতাদির চৌধুরী এমপি গতকাল শনিবার বিকালে সুর স¤্রাট দি আলাউদ্দিন খা পৌর মিলনাতানে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামীলীগ আয়োজিত  এক বিশাল গণ সংবর্ধনায় সংবর্ধীত অতিথি ও প্রধান অতিথির বক্তবে উপরক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন, আওয়ামীলীগ শুধু স্বপ্ন দেখাতে নেই। স্বপ্ন বাস্তবায়ন ও করতে পারে। কারণ তারা দেশ জন্য, দেশের মানুষের কল্যানের জন্য রাজনীতি করে। তারা বিএনপি-জামাতের মত সন্ত্রাস-দূর্নীতি করে না। লুট-পাট, অগ্নি সংযোগ, মানুষ হত্যার রাজনীতি করে না। তিনি বলেন, প্রধান মন্ত্রী জসনেত্রী শেখ হাসিনা এবার নির্বাচনী ইশতেহারে রুপকল্প ২০৪১ ঘোষনা করছেন। বাংলার মানুষ এই ইশতেহার কে স্বাগত জানিয়েছে। মানুষ বিএনপির সন্ত্রাস, হত্যা, নৈরাজ্য কে প্রত্যাখান করেছে। তার প্রমান বিগত নির্বাচনে সহিংসতা কে উপেক্ষা করে মানুষ আওয়ামীলীগ কে ভোট দিয়েছে। জনগনের মেন্ডেট নিয়ে জননেত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হয়েছেন। তাঁর নেতিত্বে আমরা ২০৪১ সালের মধ্যে সুখি-সম্মৃদ্ধ-ক্ষুদা-দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছি। তিনি বঙ্গবন্ধুর ও জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গঠনে সকল কে একযোগে কাজ করার আহবান জানান। মোকতাদির চৌধুরী তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য এবং সংবর্ধনা প্রদান করার জন্য সকল কে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুসলিম মিয়া এর সভাপত্তিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ সৈয়দ এ.কে.এম.এমদাদুল বারী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগ ও ১৪ দলের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার, বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, মাহবুবুল বারী মন্টু, মজিবুর রহমান বাবুল। সংবর্ধনায় শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাবিবুল্লাহ বাহার, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গির আলম, জেলা যুবলীগ সভাপতি এড. মাহবুবুল আলম খোকন, মহিলা আওয়ামীলীগ সভাপতি মিনারা আলম, জেলা কৃষকলীগের সভাপতি ছাদেকুর রহমান শরীফ, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি এড. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এম.সাইদুজ্জামান আরিফ, ওলামালীগের সাধারণ সম্পাদক মুফতি নরুল ইসলাম, শহর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিষœু পদ দেব, দেওয়ান আবিদুর রহমান, যুগ্ম সম্পাদক আনোয়র হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রনি, মোঃ আব্দুস সাত্তার। স্বাগত বক্তব্য প্রদান করেন শহর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ জামাল খান। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন, হাফেজ আনোয়ার শাহ, গীতা পাঠ করেন প্রদিব চক্রবর্তী, কবিতা পাঠ করেন মনির হোসেন, অভিনন্দন বার্তা পাঠ করেন মনিরুল ইসলাম শ্রাবণ। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, ওলামালীগ, স্বেচ্ছা সেবক লীগ, কৃষকলীগ, শ্রমিকলগ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উবায়দুল মোকতাদির চৌধূরীকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন। সভায় পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন মোকতাদির চৌধূরীকে একটি “অভিনন্দন বার্তা” ও “বিজয়ের আলিঙ্গন শীষর্ক” সুদর্শন ছবি প্রদান করেন। প্রায় সহ¯্রাধিক নেতা কর্মী ও সাধারণ জনতা এসময় অনুষ্ঠন কেন্দ্র ও আশেপাশের এলাকায় উপস্থিত ছিলেন। 

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি