আখাউড়ায় আসামি ধরতে গিয়ে পুলিশ আহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসামি ধরতে গিয়ে আখাউড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জালাল উদ্দিন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টায় আখাউড়া পৌর শহরের দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আখাউড়া থানার এএসআই জালাল ও মৃনাল মল্লিক সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সন্ধ্যায় পৌরশহরের দূর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সুমনকে (২৫) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় হাতকড়া পরিহিত সুমন পালিয়ে যেতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে হাতকড়ার আঘাতে এএসআই জালালের হাত কেটে যায়।
আহত এএসআই জালাল উদ্দিন স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।
আখাউড়া থানার এসআই আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।