দূর্গাপুর সংঘর্ষে অর্ধশতাধিক বাড়ি ভাঙচুর, আহত ৩০
তুচ্ছ ঘটনায় আশুগঞ্জ উপজেলায় গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন।
বুধবার রাতে দূর্গাপুর গ্রামে দুই দলের মধ্যে এ সংঘর্ষ বাধে।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে বাঘার বাড়ির পানু মিয়ার ছেলে মুর্শিদ ও বারঘইরা বাড়ির গোলাপ মিয়ার ছেলে হৃদয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনার জের ধরে রাতে উভয় পক্ষের দাঙ্গাবাজরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে।
প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষে আহত হয় অন্তত ৩০জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ গুরুতর আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় বারঘইরা বাড়ির লোকজন বাঘার বাড়ির অর্ধশতাধিক বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট করে। কয়েকটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুগঞ্জ থানার ইনচার্জ (তদন্ত) মো. মহিউদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।