শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দক্ষ নাগরিক হতে ইংরেজি শিক্ষার বিকল্প নেই

DSC09172বুধবার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং একাডেমীর উদ্যোগে ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি ও বিদ্যালয়ে একটি ক্লাব গঠনের লক্ষ্যে এক মোটিভেশনাল প্রোগ্রাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আফজাল মুন্সি ও ফারজানা ববির ইংরেজি ও বাংলা উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম আহমেদ খান শিমুল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার ভট্টাচার্য্য, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগম, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এবি এম হারুন অর রশিদ, ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি শেখ মোঃ শহিদুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা আমেনা খাতুন। উপস্থিত ছিলেন গ্রীন ভ্যালী স্কুলের চেয়ারম্যান নাজমুল হক, পরিচালক আব্দুল বাছির এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দক্ষ নাগরিক হতে ইংরেজি শিক্ষার বিকল্প নেই। তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়নে বর্তমান সময়ে ইংরেজি শিক্ষার যে আন্দোলন যুব সমাজ চালিয়ে যাচ্ছে তাতে আগামী দিনে আমরা একটি শিক্ষিত সুখী সমৃদ্ধ জাতি পাব বলে আশা করছি। তিনি একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় ইংরেজি শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

এ জাতীয় আরও খবর