আবার অ্যালবামের প্রস্তুতি
তৃতীয় অ্যালবামের কাজ শুরু করেছেন কণ্ঠশিল্পী সায়ান। এ অ্যালবামের জন্য মুক্তিযুদ্ধ, দেশপ্রেম ও নারী নিয়ে নতুন গান লিখছেন তিনি। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা গানগুলোর শিরোনাম ‘স্বাধীনতার মুগ্ধতা’, ‘তাহাদের কথা’, ‘তোমারই রাজাকারি’ এবং ‘নষ্ট মুক্তিযোদ্ধা’। নতুন আ্যলবাম প্রসঙ্গে সায়ান বলেন, পুরোদমে অ্যালবামের কাজ শুরু করেছি। এবারের অ্যালবামের জন্য অনেকদিন আগে লেখা বেশ কিছু গান থাকবে। বরাবরের মতো প্রতিটি গানেই শ্রোতাদের জন্য নতুন বার্তা থাকবে। তরুণ প্রজন্ম যেন স্বাধীনতার চেতনাকে আরো সমুন্নত করে তোলে, দেশব্যাপী স্বাধীনতাবিরোধীদের অশুভ তৎপরতা রুখতে পারে মূলত তরুণদের অনুপ্রেরণা জোগাতেই এই গানগুলো করা। অ্যালবামে মোট ১২টি গান থাকবে। নারীদের নিয়েও দুটি গান থাকছে। রবীন্দ্রনাথ ঠাকুর ও শাহনাজ রহমতউল্লাহকে উৎসর্গ করেও দুটি গান থাকবে অ্যালবামে। অ্যালবামের সঙ্গীতায়োজন করছেন এরশাদ ওয়াহিদ।’