সুচিত্রা সেনের মোমের মূর্তি তৈরি হবে
লন্ডনের মাদাম ট্যুসোর মোমের মিউজিয়ামের অনুকরণে রাজ্যের প্রথম মোমের মিউজিয়ামটি তৈরি হচ্ছে কলকাতার নিউটাউনে। আর এই মিউজিয়ামেই রাখা হবে বিখ্যাত ব্যাক্তির পূর্ণাবয়ব মোমের মূর্তি। সেখানে থাকবে সুচিত্রা সেনেরও একটি মোমের মূর্তি। রাজ্য সরকার সুচিত্রা সেনের মৃত্যুর পর এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। নিউটাউনে ইকোপার্কের উল্টোদিকে ফিনান্স সেন্টার বিল্ডিংয়ের ছয় তলায় ৫০০০ বর্গফুট এলাকা জুড়ে এই মোমের মিউজিয়ামটি তৈরি হবে। সেখানে মোমের মূর্তির পাশে দাঁড়িয়ে দর্শনার্থীরা ছবিও তুলতে পারবেন। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুকে জানান যে, মাদাম ট্যুসোর অনুপ্রেরণায় কলকাতাতেও তৈরি হচ্ছে মোমের মিউজিয়াম। জানা গেছে, সেখানে থাকবে ১০-১২টি মোমের পূর্ণাবয়ব মোমের মূর্তি। আর সেখানেই থাকবেন ভুবন ভোলানো হাসির ঝলক নিয়ে সুচিত্রা সেনও। এ বছরের পুজোর আগেই এই মিউজিয়াম তৈরির কাজ শেষ হবে বলে জানিযেছেন রুপায়নকারী সংস্থা হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশনের চেয়ারম্যান দেবাশিষ সেন। মূর্তি তৈরির জন্য ভাস্কর ও শিল্পীদের আহ্বান জানানো হবে।