সীমান্তে ‘বর্ডার হাট’ নামক মার্কেট স্থাপিত হচ্ছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা-কমলাসাগর এলাকাস্থ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী তারাপুর নামক স্থানে কসবায় সীমান্তে ‘বর্ডার হাট’ স্থাপিত হচ্ছে।
মার্কেট স্থাপনে জমি অধিগ্রহণ করা হয়েছে। মোট ৬৯ শতক জমির মধ্যে মার্কেট স্থাপনা হবে।
এর মধ্যে ব্যক্তি মালিকায় ৪৮ শতক থাকায় তাও সরকারকে দানপত্র করে দিয়েছে এলাকার জমির মাণিকগণ।
এই হাট বসার বিষয়ে গত ২৯ সেপ্টেম্বর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চলতি মাসের শেষেই ভারত-বাংলাদেশ উক্তস্থানে বাজারের স্থাপনার কাজ শুরু হবে।
বাংলাদেশ-ভারতের দুর্গম অঞ্চলের মানুষের শুল্কমুক্তভাবে পণ্য কেনাবেচা সহজলভ্য করতে উভয় দেশের সীমান্তে আরও কিছু হাট স্থাপনের ব্যাপারে কাজ চলছে।
এই হাটগুলো সীমান্ত হাট বা বর্ডার হাট নামে পরিচিত।