আখাউড়ায় বিএনপির গণ সমাবেশ অনুষ্ঠিত
৫ জানুয়ারীর নির্বাচনে ভোট দানে বিরত থাকায় জনগণকে ধন্যবাদ জ্ঞাপনের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আখাউড়ায় বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় শহরের মায়াবী সিনেমা হল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতস্ফুর্তভাবে অংশ নেয়।
উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন আবুল মনসুর মিশন, সহ সভাপতি মো: ইউসুফ সারোয়ার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম শামীম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জালাল উদ্দিন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাত পারভিন, উপজেলা যুবদলের সভাপতি নাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামীম ইকবাল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাবেদ আহাম্মদ ভূইয়া, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জিয়াউল হাসান খান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আসসাদিক ভূইয়া গালিব, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: মামুন মিয়া, মোগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন দুলাল, মহসীন আহমেদ, শাহীন মোল্লা, মোবাশ্বের আহমেদ, রাসেল আহমেদ, মো: আজাদ ভূইয়া, নয়ন ভূইয়া প্রমুখ।