শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিরনগর অটোটেম্পুচালক সমবায় সমিতির সভাপতি দলাই বহিস্কার

news-image

 অনিয়ম, দুর্নীতি ক্ষমতার অপব্যবহার, সমিতির আইন ও নীতিমালা লংঘন, সমিতিকে অসযোগীতা, সমিতির অর্থ আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা অটোটেম্পু চালক পরিবহন সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ দলাই মিয়াকে বহিস্কার করা হয়েছে। ১৫ জানুয়ারী সমিতির কার্যকরী কমিটির সিদ্ভান্ত অনুযায়ী তাকে সমিতি সভাপতির পদ থেকে বহিস্কার করা হয় । তার বিরোদ্বে সমিতির অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। জানা গেছে সমিতির নির্বাচনের পর থেকে সভাপতির পদে থাকা কালীন সময়ে, ক্ষমতার অপব্যবহার করে নিবার্চিত কমিটিকে অসহযোগিতা ও বিরোধিতা করে আসছে। সমিতির আইন ও নীতিমালা লঙ্গন করে র্দুনীতির মাধ্যমে সমিতির বিপুল টাকা আত্মসাৎ করেছে। সমিতির কাউকে কিছু না জানিয়ে টাকার বিনিময়ে বহিরাগতদের স্ট্যান্ডের দখল বুঝিয়ে দেয়। বার বার তাকে সতর্ক করার পরও কর্ণপাত না করায় সমিতির কার্যনির্বাহী কমিটি সাধারণ সভার মাধ্যমে তাকে সভাপতির পদ থেকে বহিষ্কার করেছে।