বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সদস্য সাংবাদিক নজরুল ইসলাম সাইফুলের ইন্তেকাল, প্রেসক্লাবের ৩ দিনের শোক কর্মসূচী

Pictureব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য, ইসলামিক টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি নজরুল ইসলাম সাইফুল (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি মা, স্ত্রী, ১ কন্যা, ৩ ভাই ৪ বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকেলে তিনি শহরের দাতিয়ারাস্থ বাসায় আকষ্কিক ভাবে অসুস্থ হয়ে পড়লে দ্রুত ব্রাক্ষনবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সাইফুল ইসলামের মৃত্যুর খবর শুনে প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিয়াজউদ্দিন জামি, সহ-সভাপতি আল-আমীন শাহীন, সহকারী সম্পাদক মফিজুর রহমান লিমন, দপ্তর সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম শাহাজাদা, সাংবাদিক মনির হোসেন সহ তার দীর্ঘ দিনের সতীর্থ সাংবাদিক সহকর্মীরা দ্রুত হাসপাতালে ছুটে যান। হাসপাতাল থেকে মরহুমের লাশ এম্বুলেন্স যোগে তার দাতিয়ারাস্থ বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষন রাখার পর তার গ্রামের বাড়ি শাহবাজপুরে নিয়ে যাওয়া হয়। প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আরজু, খ, আ, ম, রশিদুল ইসলাম, আ, ফ, ম, কাউসার এমরান, মনজুরুল আলম, সৈয়দ মোহাম্মদ আকরাম, আবেদুল হক আবেদ, নিয়াজ মোঃ খান বিটু, আশিকুল ইসলাম সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের শান্তনা দেন। তারা কিছুক্ষন সেখানে অবস্থান করেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের মৃত সুরুজ আলীর পুত্র নজরুল ইসলাম সাইফুল সাংবাদিকতার পাশাপাশি সুবর্ণ ব্রিক ফিল্ডের সত্বাধিকারী ছিলেন, এছাড়া শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে একাধিকবার দাতা সদস্য হিসেবে তিনি শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে নিবেদিত ছিলেন। নজরুল ইসলাম সাইফুলের অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজ সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব তিন দিন ব্যাপী শোক কর্মসূচী পালন করছে। কর্মসূচীর মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারন, আলোচনা সভা ও দোয়া মহফিল। এদিকে, মরহুমের নামাজে জানাজা গতকাল (বুধবার) বাদজোহর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর খেলার মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মাওলানা মনিরুজ্জামান সিরাজী । নামাজে জানাজায় ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ জেলা জজ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি, সাধারন সম্পাদক কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, অন্যান্য সদস্যগন সহ   শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি, পরিবারের সদস্যবৃন্দ আত্মীয়স্বজন বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে শাহবাজপুরের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।