রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক নজরুল ইসলাম সাইফুলের নামাজে জানাজা অনুষ্ঠিত

saiful sradha press club46546454648971232ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য, ইসলামিক টেলিভিশন ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি নজরুল ইসলাম সাইফুল গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি মা, স্ত্রী, ১ কন্যা, ৩ ভাই ৪ বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বুধবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর খেলার মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মাওলানা মনিরুজ্জামান সিরাজী । নামাজে জানাজায় ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ জেলা জজ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি, শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সহ পরিবারের সদস্যবৃন্দ আত্মীয়স্বজন বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে শাহবাজপুরে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এদিকে নামাজে জানাজা শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে শেষ পুষ্পস্তবক অর্পন করাহয়।  
উল্লেখ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের মৃত সুরুজ আলীর পুত্র নজরুল ইসলাম সাইফুল সাংবাদিকতার পাশাপাশি সুবর্ণ ব্রিক ফিল্ডের সত্বাধিকারী ছিলেন, এছাড়া শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে একাধিকবার দাতা সদস্য হিসেবে তিনি শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে নিবেদিত ছিলেন। নজরুল ইসলাম সাইফুলের অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজ সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব তিন দিন ব্যাপী শোক কর্মসূচী পালন করছে। শোক কর্মসূচীতে রয়েছে কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ ,বৃহস্পতিবার বাদ আসর প্রেস ক্লাবে শোক সভা, শুক্রবার বাদ জুম্মা মিলাদ ও দোয়া মাহফিল।