আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে আনসার সদস্যের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে শফিকুল ইসলাম ছোটন (৪৫) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। নিহত শফিকুল আখাউড়া উপজেলার বাসুদেব গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তিনি আনসারে মাষ্টার রোলে চাকরি করতেন। বুধবার সকালে আখাউড়ার ভাতশালা রেলষ্টেশনের কাছে ঘটনাটি ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রেলের বিভিন্ন ধরনের নাশকতা ঠেকানোর জন্য সরকার কিছুদিন পূর্বে কিছুসংখ্যক আনসার সদস্য নিয়োগ করেন। এতে শফিকুলও মাষ্টার রোলে নিয়োগ পান। আজও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি। সকাল ৮টার দিকে শফিকুল রেল লাইনের উপর দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন এ সময় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্ণা নিশীতা ট্রেনটির নিচে অসাবধানতার কারণে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে আখাউড়া রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
আখাউড়া জিআরপি থানার ওসি সাইদুল ইসলাম বলেন, অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।