আখাউড়ায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত আখাউড়া আইসিপি ক্যাম্পে এ বৈঠক হয়।
বিজিবি সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের পক্ষে ৭ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বিজিবির উত্তর-পূর্ব অঞ্চলের অধিনায়ক বিগ্রেডিয়াল জেনারেল আব্দুল করিম এবং ভারতের পক্ষে ৯ সদস্যের নেতৃত্ব দেন বিএসএফের স্পেশাল ডিজি মিস্টার পদক।
এ সময় ১২ বিজিবির অধিনায়ক মেজর শাজাহান ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিগ্রেডিয়াল জেনারেল আব্দুল করিম জানান, দু দেশের সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে কথা আলোচনা হয়েছে। তাছাড়া আখাউড়া স্থলবন্দরের পাশ দিয়ে ভারত থেকে ময়লা পানি নেমে আসার বিষয়টি নিয়েও কথা হয়। ময়লা পানি শোধনসহ বক্স কালভার্ট নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ।