কসবা মূলগ্রাম ইউনিয়ন রেজভীয়া ছুন্নী সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত
নানা কর্মসূচীর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলা মূলগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়। গতকাল সকালে মূলগ্রাম রেজভীয়া ছুন্নী সংগঠনের উদ্যোগে মূলগ্রাম বাজার থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে বিপুল সংখ্যাক লোকের এক বিশাল জুসনে জুলুেসর আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি মূলগ্রাম ইউনিয়নের বাহাদুপুর, চন্দ্রপুর, নিয়ামতপুর প্রদক্ষিন করে মুলগ্রামের আলী আকবর রেজভী’র বাড়ীতে গিয়ে শেষ হয়। পরে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে দেশ ও জাতীর কল্যানে দোয়া পরিচালনা করেন মাওলানা কামাল উদ্দিন রেজভী। মিছিলে নেতৃত্ব দেন মাওঃ কামাল উদ্দিন রেজভী, মাওঃ তৌহিদুর রহমান রেজভীসহ কয়েকজন। মিছিল ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ডাক্তার আবুল হোসেন ভূঁঞা, ডাক্তার আনোয়ার হোসেন, ছাদেক আলী। প্রবাসী কন্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ ওসমান গনি এসময় উপস্থিত ছিলেন।